শিক্ষার্থীদের অনশন ভাঙালেন ঢাবি উপাচার্য


ঢাবি টাইমস | Published: 2020-01-19 08:12:19 BdST | Updated: 2024-04-27 20:17:39 BdST

নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন করায় অনশন ভেঙ্গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা।

আজ শনিবার (১৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের অনশন ভাঙ্গান।

অনশনকারী শিক্ষার্থীদের মুখে জুস তুলে দিয়ে অনশন ভাঙান উপাচার্য। পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিবাদী তারুণ্যের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল ইসলাম ভূইয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ উৎসব সরস্বতী পূজার দিন ৩০ জানুয়ারিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোগগ্রহণের দিন ধার্য করা হয়। এ নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজনতা। অসাম্প্রদায়িক বাংলাদের প্রতীক হিসেবে হিন্দু মুসলিম সকলেই এতে অংশ নেয়।

আন্দোলনের অংশ হিসেবে রাজু ভাস্কর্যে অনশন করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শনিবারে চূড়ান্তভাবে নির্বাচনের তারিখ পিছিয়ে ১ ফ্রেব্রুয়ারি নেয়া হলে তাদের অনশন ভঙ্গ করান উপাচার্য।