জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি দেয়া শুরু


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | Published: 2020-09-13 04:55:32 BdST | Updated: 2024-04-27 21:59:47 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর অনুমোদনক্রমে বর্তমানে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয় থেকে প্রাতিষ্ঠানিক E-mail প্রদান শুরু হয়েছে।

১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ওয়েবসাইটে শিক্ষার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে । আবেদনের ভিত্তিতে বর্তমান শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি প্রদান করা হবে।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত এরকম ইমেইল আইডি দেয়া হয়ে থাকে না এর আগে শুধুমাত্র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয দেয়া হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ উদ্যোগ এখনো শুরু হয়নি। যদিও ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহারিমা তানজিনা অরনি নির্বাচনী ইশতেহারে সকলের জন্য প্রাতিষ্ঠানিক ইমেইল আইডির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, তারা এ বিষয়টি নিয়ে চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনোযোগ সহকারে কাজ না করে তাহলে আমাদের কি করার আছে।