এইচ টি ইমাম প্রগতিশীল, বিজ্ঞ ও অনন্য প্রতিভার মানুষ


ঢাকা | Published: 2021-03-05 03:34:41 BdST | Updated: 2024-04-26 18:30:59 BdST

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) এক শোকবাণীতে উপাচার্য বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) ছিলেন প্রগতিশীল, বিজ্ঞ ও অনন্য প্রতিভার একজন মানুষ। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর একান্ত সান্নিধ্যে থেকে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এছাড়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসেবেও তিনি অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি আজীবন কাজ করে গেছেন।

ঢাবি উপাচার্য আরও বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন প্রকৃত দেশপ্রেমিক ও প্রজ্ঞাবান ব্যক্তিত্বকে হারিয়েছে। দেশের রাজনীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে অনন্য অবদান রাখার জন্য অসাম্প্রদায়িক, মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন গুণী এই ব্যক্তি স্মরণীয় হয়ে থাকবেন সকলের কাছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, এইচ টি ইমাম বুধবার (৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।