দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ, আরেকটিকে রুটিন দায়িত্ব


ঢাকা | Published: 2021-05-25 12:59:48 BdST | Updated: 2024-04-26 18:56:26 BdST

খুলনা বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গিয়াসউদ্দীন মিয়াকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। আর খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক মাহমুদ হোসেন।

বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ দেন। এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ে সাড়ে চার মাসের বেশি সময় ধরে নিয়মিত উপাচার্য ছিল না। বিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজজামানের মেয়াদ শেষ হয় গত ২৯ জানুয়ারি। এরপর বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য মোসাম্মাৎ হোসনে আরা উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

উপাচার্যদের মেয়াদ হবে চার বছর। তবে প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মৃত্যুঞ্জয় বিশ্বাসকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের মেয়াদ শেষ হয় ১৯ মে।