৪৬ বিশ্ববিদ্যালয়ে নোবিপ্রবি ১৫তম, বিজ্ঞান ও প্রযুক্তিতে চতুর্থ


Desk report | Published: 2021-12-07 07:03:24 BdST | Updated: 2024-05-03 13:04:39 BdST

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে দেশের মোট ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'র (নোবিপ্রবি) অবস্থান ১৫তম এবং শুধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে চতুর্থ স্থানে।

রোববার (৫ ডিসেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনের তথ্যানুসারে ৭০.৩৩ নম্বর অর্জন করে ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নোবিপ্রবির অবস্থান ১৫তম। ইউজিসির এই মূল্যায়নপত্রে প্রথমে উল্লেখ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় যার প্রাপ্ত নম্বর ৯৮.৩৮ এবং ৯৩.৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এ বিষয়ে বলেন, "আমরা চেষ্টা করেছি আমাদের কাজগুলো যথাসময়ে করতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সহযোগিতা, আন্তরিকতা ও প্রচেষ্টার ফল এবারের অবস্থান"। সামনের মূল্যায়নগুলোতে এ অবস্থান আরো কমে আসবে বলেও আশা করেন তিনি।

প্রসঙ্গত, সরকারি দপ্তর-সংস্থা, প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।