অস্বাস্থ্যকর খাবার বিক্রি: জাবির বটতলার দোকান বন্ধ


Desk report | Published: 2021-12-08 07:23:44 BdST | Updated: 2024-05-03 16:12:12 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার খাবার দোকানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে এই ব্যবস্থা নেয়। এছাড়া একজন দোকানীকে জরিমানাও করা হয়।

বাংলার স্বাদ হোটেলটিতে পচা খাবার রাখার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। একই কারণে নূরজাহান হোটেল এন্ড রেস্টুরেন্টকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে সোমবার দুপুরে বাংলার স্বাদ হোটেলে দুপুরের খাবারের সময় মাছের মধ্যে পোকা দেখতে পান এক শিক্ষার্থী। এ ঘটনার ভিডিও ফেসবুকে শেয়ার করলে তা আলোচনার জন্ম দেয়।

মির্জা নামে এক শিক্ষার্থীর শেয়ার করা ফেসবুক পোস্টের পরেই সরব হয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা। পরবর্তীতে বটতলার দোকানগুলোতে অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ।

অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মির্জা বলেন, 'দুপুরে ঘন বৃষ্টির মধ্যে পরীক্ষা শেষ করে খাবারের সন্ধানে বের হই। বটতলার নামকরা বাংলার স্বাদ হোটেলে খেতে ঢুকলে একজনকে বমি করতে দেখি। সামনে এগিয়ে গেলে খাবারের প্লেটে মাছ ভাজা আর সে মাছ ভাজা দিয়ে পোকা হাটতে দেখি। এই যদি হয় খাবারের দশা তাহলে কোথায় যাব?'

বিশ্ববিদ্যালয় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজিউমার ইয়ুথের সভাপতি মতিউর রহমান মুন্না বলেন,'বটতলার দোকানগুলোর বিষয়ে নানা অভিযোগ আসছে। আমরা দোকানদার এবং শিক্ষার্থীদের সাথে এ ব্যাপারে কথা বলছি। খুব শীঘ্রই তাদের নিয়ে একটা সভা করব। মূল্য নির্ধারণ করার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার পরিবেশনের ব্যাপারে দোকানমালিক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা প্রয়োজন। '