শাবিপ্রবিতে আন্তঃবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান বিভাগ


Desk report | Published: 2021-12-08 21:02:47 BdST | Updated: 2024-05-03 19:50:20 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পদার্থ বিজ্ঞান বিভাগ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্কের ফাইনাল রাউন্ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারান তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রাচীন বিতর্ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ (এসইউডিএস) ১৮তম বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।

‘পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫টি টিম অংশগ্রহণ করে।

চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ, অর্থনৈতিক মন্দা চলমান, এই অবস্থায় সকল প্রকার পরিবেশ প্রতিরক্ষা বিষয়ক আইন ও ধারা স্থগিত করবে।’ প্রস্তাবনার বিপক্ষে বিতর্ক করে চ্যাম্পিয়ন হয় পদার্থবিজ্ঞান বিভাগ। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিপক্ষ দলের মেহরাব সাদাত। একইসঙ্গে ডিবেটার অফ দ্যা টুর্নামেন্টও নির্বাচিত হন তিনি।