এবার নোবিপ্রবির দুই ছাত্রী সড়ক দুর্ঘটনায় আহত


Desk report | Published: 2021-12-10 20:27:33 BdST | Updated: 2024-05-03 12:17:03 BdST

সহপাঠী অজয় মজুমদার নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই ছাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন।

তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিবিএ বিভাগের শিক্ষার্থী ফাহিমা আক্তার ও ফারিয়া নুসরাত। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় সোনাপুর জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নোবিপ্রবির প্রক্টর প্রফেসর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের খবর নিতে প্রক্টোরিয়াল দলের সদস্যদের পাঠানো হয়েছে। কেন বার বার এমন হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙা সড়কে উল্টো পথে দ্রুত গতিতে এগিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে দুই ছাত্রী আহত হন।

এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় অজয় মজুমদার নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার মৃত্যুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নোবিপ্রবির শিক্ষার্থীরা।

নিহত অজয় মজুমদার বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।