ইবির ফার্মাসি বিভাগ

২০০ শিক্ষার্থীর জন্য দু'জন শিক্ষক, বিভাগে তালা


IU Correspondent | Published: 2022-09-18 19:22:44 BdST | Updated: 2024-04-26 22:14:19 BdST

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগে ২০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র দু'জন। বিষয়টি একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে শিক্ষক ও ল্যাব সহায়ক নিয়োগসহ চার দাবিতে আন্দোলনে নেমেছেন বিভাগটি শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে তাঁরা মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিভাগে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, তাঁদের বিভাগে ২০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র দু'জন। শ্রেণিকক্ষে পর্যাপ্ত চেয়ার, টেবিল, বেঞ্চ না থাকায় ফ্লোরে বসে তাঁদের ক্লাস করতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর আগে অনেকবার জানালেও শুধু আশ্বাস দেওয়া হয়েছে। তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তাঁদের মানববন্ধনের এক পর্যায়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক শেলীনা নাসরীন সেখানে যান। এ সময় উপাচার্য সমস্যা সমাধানে ফের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। পরে বিভাগের উভয় পাশের ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এদিকে বিষয়টি নিয়ে আজ রোববার বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য নিজ কার্যালয়ে আলোচনা করবেন।

ফার্মাসি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার জানান, বিভাগে পাঁচজন শিক্ষক ও দু'জন ল্যাব কর্মকর্তা প্রয়োজন। বর্তমানে মাত্র দু'জন শিক্ষক দিয়ে চারটি ব্যাচের ক্লাস নেওয়া হচ্ছে।

উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, শিক্ষক নিয়োগের একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। এর বাইরে গিয়ে কাজ করতে পারি না। ওই বিভাগের শিক্ষক নিয়োগের বিষয়টিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি।