
স্বৈরাচার শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, ডাস্টবিনে শেখ হাসিনার পোস্টার লাগানো-সহ তিনটি আবাসিক হলের নাম ফলক মুছে ফেলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা এ কর্মসূচির আয়োজন করে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনগুলোতে শেখ হাসিনার পোস্টার লাগায় "জাস্টিস ফর জুলাই" সংগঠন।
এসময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক গোলাম রব্বানী,নাহিদ হাসান, ইয়াশিরুল কবীর সৌরভ, ইসমাইল রাহাত, সাজ্জাদ, মোবাশ্বির, জাস্টিস ফর জুলাইয়ের আহ্বায়ক নাহিদ জোয়াদ্দার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময়ে "জাস্টিস ফর জুলাই" সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ডাস্টবিনে শেখ হাসিনার পোস্টার লাগানো হয়। পরবর্তীতে শেখ রাসেল হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব আবাসিক হলের নাম কালো করে ফেলা হয়।
শিক্ষার্থীরা বলেন, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার কোনো ছবি দেখতে চাই না। শেখ পরিবারের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে লিখিত নোটিশের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে শেখ পরিবারের নাম সংযুক্ত ৪ টি হলের নতুন নামকরণ করতে হবে।
জাস্টিস ফর জুলাইয়ের আহ্বায়ক নাহিদ জোয়াদ্দার বলেন, শেখ পরিবারের নামে কোনো প্রতিষ্ঠানের নাম থাকতে পারবে না এবং সারা বাংলাদেশে শেখ পরিবারের নামে যতগুলো জায়গা আছে আমরা চাই সেগুলোর সংস্কার হোক।
ইবি শাখা সহ-সমন্বয়ক গোলাম রব্বানী বলেন, অবাক করার বিষয় হচ্ছে ইন্ডিয়ার সহযোগিতায় ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেয়ার ঘোষণা দিয়েছে খুনি হাসিনা। ভারতের দাদাগিরি দেখানোর মতো দুঃসাহস এ বাংলায় হবে না। এছাড়া এতো গুলো প্রাণ হত্যা করার পরেও কোন লজ্জায় সে ভাষণ দেয়ার দুঃসাহস দেখায়? খুনি হাসিনাকে লজ্জা দেয়ার জন্যই আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আজ রাতে স্বৈরাচার হাসিনার লাইভে আসার ঘোষণা দিলে তার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা।