চবিতে আইডি কার্ডের অ্যাপ‌‌‌‌‍স চালু


টাইমস ডেস্ক | Published: 2018-01-09 15:49:44 BdST | Updated: 2024-05-03 05:11:10 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের আইডি কার্ডের ব্যক্তিগত তথ্যনির্ভর মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। সোমবার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের ভার্চুয়্যাল ক্লাসরুমে মোবাইল অ্যা‌‌প‍‍সটির কার্যক্রম উদ্বোধন করেন।

জানা যায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকীর পরিচালনায় ‘মিড ডে ড্রিমস’ নামের একটি র্টিম এ মোবাইল অ্যাপসটি তৈরি করেন। এই অ্যাপস দিয়ে আইডি কার্ডে থাকা বারকোড স্ক্যান করে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দেওয়া ব্যক্তিগত তথ্য জানা যাবে। আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নতুন তথ্য যোগ করতে পারবেন। মোবাইল অ্যাপসটি ব্যবহার করে সন্দেহজনক যে কোন শিক্ষার্থীকে সহজে চিহ্নিত করা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা প্রমুখ।

এমএন/ ০৯ জানুয়ারি ২০১৮