জাককানইবিতে সরস্বতী পূজা উদযাপিত


সরকার আব্দুল্লাহ তুহিন | Published: 2018-01-22 23:45:54 BdST | Updated: 2024-05-03 15:03:07 BdST

প্রতিবছরের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।

সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকেই ক্যাম্পাসে শুরু হয় পূজার আয়োজন। সনাতন ধর্মমতে, বিদ্যার দেবী সরস্বতীর কাছে ভক্তিসহ তাঁর পূজা আরাধনা করলে তিনি সবাইকে বিদ্যা দান করেন।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সরস্বতী মন্ডপে পূজা অর্চনা শুরু হয়। এরপর দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয় সনাতন ধর্মাবলম্বি শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বিষ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড.হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, প্রক্টর ড. মোঃ জাহিদুল কবীর, হল প্রভোস্ট সিদ্ধার্থ সিধু সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

পরে তারা বিভিন্ন বিভাগ ও অগ্নিবীণা হল কতৃক আয়োজিত পূজা মন্ডপ ঘুরে দেখেন। সংগীত, চারুকলা, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ কেন্দ্রীয় মন্ডপের বাইরেও আলাদা করে পূজার আয়োজন করে। অগ্নিবীণা হলে প্রথমবারের মতো এবার পূজা উদযাপিত হচ্ছে। পুস্পাঞ্জলি শেষে প্রসাদ বিতরণ ও অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

পূজা দেখতে আসা এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুর রহমান তুহিন বলেন, “অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে প্রতিবছরই আমাদের ক্যাম্পাসে সরস্বতী পূজার আয়োজন করা হয়, এখানে ধর্ম-বর্ণ মূখ্য বিষয় নয়।”

এছাড়া বিকেল থেকে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আরতি প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক পরিবেশনা।

এইচএম/ ২২ জানুয়ারি ২০১৮