বাকৃবির টিএসসিতে তালা ভেঙ্গে ল্যাপটপ চুরির অভিযোগ


শাহরিয়ার আমিন | Published: 2018-01-24 00:16:18 BdST | Updated: 2024-05-03 09:51:15 BdST

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কক্ষের তালা ভেঙ্গে ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে। সোমবার (২২ জানুয়ারি) গভীররাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় ওই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ রেজওয়ানুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলার পূর্ব দিকে কয়েকটি কক্ষে রোভার স্কাউটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় এবং পশ্চিম দিকে কয়েকটি কক্ষ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের থাকার জন্য ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সরকারি ছুটি থাকায় সোমবার রাতে কর্মকর্তারা কক্ষে ছিলেন না। এদিনেই গভীর রাতে মোট ৮ টি রুমের তালা ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

কৃষিবিদ রেজওয়ানুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার কক্ষ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল এবং পরিধানের দামী কাপড়-চোপড় নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগেও টি এস সির দ্বিতীয় তলা থেকে আমার জামা কাপড় চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। তখন আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ করেছিলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা শাখার চিফ সিকিউরিট অফিসার মহিউদ্দিন হাওলাদার বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

টিআই/ ২৩ জানুয়ারি ২০১৮