বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


শফিকুল ইসলাম | Published: 2018-02-22 05:57:28 BdST | Updated: 2024-05-02 12:57:47 BdST

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২০১৮ পালিত হয়েছে।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য ড. প্রফেসর এস এম ইমামুল হক এর নেতৃত্বে প্রশাসনিক ভবন এর সামনে থেকে একটি র‍্যালী বের হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার, প্রকটোরিয়াল বডির সদস্যগণ, সকল অনুষদের ডীন, শিক্ষক সমিতির সদস্যগণ ও সকল বিভাগের চেয়ারম্যানসহ ২২ টি বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতর দিয়ে র‍্যালী করেন এবং তা বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

এর পর প্রথমে মাননীয় উপাচার্য শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি,বঙ্গবন্ধু পরিষদ,বরিশাল বিশ্ববিদ্যালয় নীল দল,সেক্টর কমান্ডার’স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর,বরিশাল বিশ্ববিদ্যাল অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু হল,শেরে বাংলা হল,শেখ হাসিনা হল, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদ, গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ এর সদস্য গণ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিশ্ববিদ্যালয় এর ২২ টি বিভাগের চেয়ারম্যান এর নেতৃত্বে পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পন করেন। পরে বিশ্ববিদ্যালয় এ বিদ্যমান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী।

এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বরিশাল কেন্দীয় শহীদ মিনারে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করে স্বেচ্ছায় রক্তদাতাের সংগঠন "বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট"।

এসএম/ ২১ ফেব্রুয়ারি ২০১৮