কোটা সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা


শফিকুল ইসলাম | Published: 2018-02-24 18:56:49 BdST | Updated: 2024-05-02 12:24:24 BdST

চলমান কোটা সংস্কার আন্দোলনকে সফল করতে মতবিনিময় ও প্রস্তুতি সভা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে চাকরির ক্ষেত্রে চলমান কোটা সংস্কারের আন্দোলনকে কিভাবে শান্তিপূর্ণ ভাবে সফল করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভায় অংশ নেয় হলের আবাসিক ছাত্ররা।

এতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ তারিখের দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি সফল্যের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।

উল্লেখ্য,বিসিএসসহ সরকারি চাকরি, পদোন্নতি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন ক্ষেত্রে কোটা পদ্ধতিতে সংস্কার আনার দাবিতে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের উচ্চ শিক্ষাঙ্গন। এ নিয়ে সম্প্রতি শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, জাতীয় প্রেসক্লাবসহ বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচি ও পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। একই ইস্যুতে রোববার সকাল ১১টায় আবারও বড় ধরনের বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে গত কয়েক সপ্তাহ ধরে এ নিয়ে ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে।

জেএস/ ২৪ ফেব্রুয়ারি ২০১৮