কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন


বরিশাল টাইমস | Published: 2018-02-25 20:51:33 BdST | Updated: 2024-05-02 16:13:06 BdST

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংষ্কার করে ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নামিয়ে আনাসহ ৫ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। দেশব্যাপী কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বরিশাল বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৈয়দ রিজভী, একই বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফেরদৌস হোসেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আল আমিন এবং অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জহিরুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কার করে ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নামিয়ে আনা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদ সমূহে মেধা ভিত্তিক নিয়োগ, কোটায় কোন ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটা সুবিধা না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এসএম/ ২৫ ফেব্রুয়ারি ২০১৮