শাবিতে জাফর ইকবালকে ছুরিকাঘাত


টাইমস প্রতিবেদক | Published: 2018-03-04 00:05:47 BdST | Updated: 2024-05-03 16:50:13 BdST

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করেছে এক যুবক।

শনিবার (০৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে ছাত্ররা। এসময় আটক যুবককে পিটুনি দেয় শিক্ষার্থীরা।

এরআগে শুক্রবার এক অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃতদের শাস্তি বহাল রাখার দাবি জানান ড. মুহম্মদ জাফর ইকবাল। শাস্তি বহাল রাখার পক্ষে মত দেওয়ার পাশাপাশি বহিষ্কৃতদের পক্ষে আন্দোলনকে কুৎসিত আন্দোলন বলেও মত দেন তিনি।

শুক্রবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী ‘তড়িৎ প্রকৌশল উৎসব-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। সভাপতিত্ব করেন আইআইসিটির পরিচালক অধ্যাপক শহীদুর রহমান।

ড. জাফর ইকবাল বলেন, ওই ছাত্রদের শিক্ষক হিসেবে আমি লজ্জিত। দোষ স্বীকার করে ওদের ক্ষমা চাওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে তারা আন্দোলন করা শুরু করেছে। তাদের দ্বারা শিক্ষকদের হেনস্থার ঘটনা শুনে আমি খুবই লজ্জিত।

এ ধরনের কুৎসিত আন্দোলনের বিরুদ্ধে অনড় থাকলে র‌্যাগিংয়ের মতো অপরাধ কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এসএম/ ০৩ মার্চ ২০১৮