জাফর ইকবালের ওপর হামলাকারী যুবকের পরিচয় মিলেছে


টাইমস ডেস্ক: | Published: 2018-03-04 07:39:30 BdST | Updated: 2024-05-03 21:01:09 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফয়জুর রহমান ফজলু।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা ফয়জুর রহমান। তাঁর মূল বাড়ি সুনামগঞ্জের দিরাই। ঘটনার পরপরই শেখপাড়ার বাসাটি তালাবদ্ধ করে ফয়জুলের পরিবারের সদস্যরা চলে গেছেন।

শনিবার সন্ধ্যায় শেখপাড়ার বাসাটিতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাদের বাসাটি তালাবদ্ধ। কুমারগাঁও বাসস্টেশনের দুজন প্রত্যক্ষদর্শী ফয়জুলের পরিবারের সদস্যদের একসঙ্গে চলে যেতে দেখেছেন। তাঁরা কোথায় যাচ্ছেন জানতে চাইলে বলেন, ‘মেডিকেলে যাচ্ছি।’

এলাকাবাসী জানিয়েছেন, ফয়জুল মাদ্রাসা শিক্ষার্থী বলে এলাকায় পরিচয় দিতেন। তবে কোন মাদ্রাসায় পড়েন-এ বিষয়ে এলাকার কেউ জানাতে পারেননি। ফয়জুলের বাবা আতিকুর রহমান সিলেট-সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী টুকেরবাজারে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। রাত নয়টার দিকে আতিকুরের মোবাইলে ফোন দিলে ওপাশ থেকে কেউ ফোন ধরেননি। এরপর ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া গেছে।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায়, পিঠে এবং হাতে ছুরিকাঘাত করে এই যুবক।

জাফর ইকবালের মাথায় ২৬টি, হাতে ও পিঠে ৬টি করে সেলাই লেগেছে। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। হামলার পরপরই হামলাকারী যুবককে আটক করা হয়। তাকে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। পরে তাকে আটকে রেখে গণপিটুনিতে গুরুতর আহত হয় ওই হামলাকারী।

রাত ৯টায় পুলিশ ফজলুকে উদ্ধার করে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কড়া পাহারায় হামলাকারীকে ঢাকায় নিয়ে আসা হয়।

এসএম/ ০৪ মার্চ ২০১৮