শাবিপ্রবি বহিরাগতদের অভয়ারণ্য : উপাচার্য


শাবিপ্রবি টাইমস | Published: 2018-03-07 16:39:27 BdST | Updated: 2024-05-03 20:19:11 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস এখন বহিরাগতদের জন্যে অভয়ারণ্য হয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

মঙ্গলবার (০৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে মৌন মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। সেখানে এক সমাবেশ করেন তাঁরা।

জনপ্রিয় লেখক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার দ্রুত বিচার দাবি করেন সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ও শিক্ষাবিদ জাফর ইকবালের ওপর হামলার বিচার দ্রুত বিচার ট্রাইবুন্যালের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

সমাবেশে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এ দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। আর এই বিশ্ববিদ্যালয়কে জঙ্গিবাদ মুক্ত করতে সবার সার্বিক সহযোগিতা চাই। দেশে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। বর্তমানে ক্যাম্পাস বহিরাগতদের অভয়ারণ্য হয়ে গেছে।’

এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা হামলার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে আগামী দুই সপ্তাহের মধ্যেই সীমানা প্রাচীর নির্মাণ করার ঘোষণা দেন উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সীমানা প্রাচীর না থাকায় এবং তত্ত্বাবধায়নের অভাবে এটি বহিরাগতদের অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, কয়েক দফা দাবিতে উপাচার্যের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্মারকলিপিতে ২৫০০ শিক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হয়।

এ ছাড়া দ্রুত বিচারের দাবিতে আজ বিকেলে মানববন্ধন করে নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’ পথনাটক, সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট । আগামীকাল ক্যাম্পাসে গণস্বাক্ষর ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেয় শিক্ষক সমিতি।

গত শনিবার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) ফেস্টিভাল চলাকালীন বিকেল সাড়ে ৫টার দিকে ফয়জুর রহমান (২৪) নামের এক যুবকের ছুরিকাঘাতে আহত হন ড. জাফর ইকবাল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা ও তদন্ত কমিটি গঠন করে।

এইচজে/ ০৭ মার্চ ২০১৮