মুচলেকায় ছাড়া পেল রুয়েট হল থেকে আটক ১১জন


টাইমস ডেস্ক | Published: 2018-03-11 14:20:47 BdST | Updated: 2024-04-27 21:28:10 BdST

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের পর বিভিন্ন হলে তল্লাশির সময় আটক ১১জনের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। শনিবার (১০ মার্চ) সকালে মুচলেকা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যদের জিম্মায় আটক সকলকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি শাহাদত হোসেন।

তিনি বলেন, শুক্রবার রাতে রুয়েট কর্তৃপক্ষের উপস্থিতিতে বিভিন্ন হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বেশকিছু লাঠি, লোহার রড, জিআই পাইপ উদ্ধার করা হয়। তাল্লাশির সময় পুলিশ ১১জনকে আটক করে থানা হেফাজতে নেয়।

রুয়েটের সহকারী ছাত্রকল্যাণ পরিচালক সিদ্ধার্থ শংকর সাহা জানান, শুক্রবার রাত ৯টার দিকে রুয়েটের হলে হলে তল্লাশি শুরু করে পুলিশ। গভীর রাত পর্যন্ত এ তল্লাশি চলাকালে বহিরাগতসহ ১১জনকে আটক করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রুয়েটের শহীদ আব্দুল হামিদ হলে ছাত্রলীগের সভাপতি নাইম রহমান নিবির ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত হন ৮জন। পরে মহানগর ছাত্রলীগের নেতারা গিয়ে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের এক ঘণ্টার মধ্যেই ছাত্রলীগের হাইকমান্ড রুয়েট শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করে সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করে।

টিআই/ ১১ মার্চ ২০১৮