কয়েকদিন বন্ধ থাকার পর শাবিপ্রবি'র সব কার্যক্রম শুরু


টাইমস প্রতিবেদক | Published: 2018-03-11 22:26:00 BdST | Updated: 2024-05-03 19:11:06 BdST

অধ্যাপক ডক্টর মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস শুরু হয়। গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক ডক্টর মুহম্মদ জাফর ইকবাল।

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস - পরীক্ষা বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ ঘটনার ২ দিন পর অন্যান্য বিভাগে ক্লাস শুরু হলেও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে ক্লাস বন্ধ থাকে। তবে দীর্ঘ ৮ দিন পর আজ পুরোপুরিভাবে সব বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থী একজন বলেন, 'আমাদের দাবি ছিল ক্যাম্পাস ও জাফর স্যারের নিরাপত্তা আরো বাড়ানো। এছাড়া যে হামলা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে, বিচার করা। তাই আমাদের আশ্বস্ত করা হয়েছে বলে আমরা ক্লাস শুরু করেছি।'

আইআইসিটি পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুর রহমান বলেন, 'তিনি যে মাপের মানুষ তদন্তটাও যেন সে রকম হয়। আমাদের ক্যাম্পাস যেন নিরাপদ থাকে এটাই আমাদের মূল দাবি।'

এইচজে/ ১১ মার্চ ২০১৮