শাবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা আটক


শাবি টাইমস | Published: 2018-03-22 15:32:23 BdST | Updated: 2024-04-26 21:12:35 BdST

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রলীগ নেতা সৈয়দ জুয়েম শাবি শাখার সহ-সভাপতি।

বুধবার (২১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা তাকে আটক করে থানায় নিয়ে এসেছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

গত মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনায় সহ-সভাপতি তারিকুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নামোল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন; সেই মামলার অন্যতম আসামি সৈয়দ জুয়েম।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সাতকরা রেস্টুরেন্টে শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ আকন্দ ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের সঙ্গে সহ-সভাপতি তারিকুল ইমলাম তারেকের অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এসএম আব্দুল্লাহ রনি নামের এক সাধারণ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

ঘটনার প্রেক্ষিতে বুধবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ সাঈদ-সবুজসহ তাদের অনুসারী ১২ জন নেতাকর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এছাড়া বিকেলে তারিকুল ইসলাম বাদি হয়ে ১০ জনের নামোল্লেখ করে আরো ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এইচজে/ ২২ মার্চ ২০১৮