অসহযোগ আন্দোলনের জনমত তৈরিতে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ


RU Correspondent | Published: 2023-12-23 23:03:17 BdST | Updated: 2024-05-06 14:55:21 BdST

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পার্শ্বে বিনোদপুর, কাজলা গেট সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর এলাকায় ও যুগ্ম আহবায়ক মাহমুদুল মিঠু কাজলা এলাকায় লিফলেট বিতরণ করেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক ও যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বিশ্ববিদ্যালয় সংলগ্ন দাশমাড়ি ও ধরমপুরে গণসংযোগ করেন।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ৭ জানুয়ারির নির্বাচন বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে ট্যাক্স ও খাজনা বিল দেওয়া বন্ধ, ব্যাংকের মাধ্যমে লেনদেন না করা এবং মিথ্যা মামলার হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহবান জানান।

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, আমরা দেখতে পাচ্ছি, গণতান্ত্রিক বাংলাদেশে যেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা সেখানে হাজার কোটি টাকা খরচ করে একতরফাভাবে দায়সারা নির্বাচন অনুষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। জনগণের ম্যান্ডেট বিহীন ডামি নির্বাচন শুধুই ফ্যাসিস্ট সরকারের মেয়াদ বাড়িয়ে নেওয়ার আনুষ্ঠানিকতা মাত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। তাই সকলের কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের কাম্য।

শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী জাগো নিউজকে বলেন, আমরা ছাত্রসমাজ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোট প্রদান করতে পারিনি। এবারের নির্বাচনে আমাদের দমন করার জন্য মিথ্যা মামলা দিয়েছে আওয়ামী সরকার। কিন্তু আমাদের জীবন থাকতে বিনা ভোটে দ্বাদশ সংসদ নির্বাচন হতে দিবো না। তাই ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছি। আমরা ছাত্রসমাজ, ৭ তারিখের নির্বাচনে ভোট বর্জনের জন্য জনগণকে অনুরোধ জানাচ্ছি।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সদস্য আবু সাইদ, আমীর আলী হল ছাত্রদল নেতা আর রাফি খান, চারুকলা অনুষদের ছাত্রনেতা আল আশিক, ছাত্রনেতা রাব্বিল, মুন্না ও মতিহার দক্ষিণ থানা ছাত্রদল নেতা সারোয়ার হোসেন তিমেল ও পিয়ালুর রহমানসহ আরও অনেকেই।