রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরিবহন ব্যবস্থার সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। পরিবর্তিত এ সিদ্ধান্ত ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, ২৯ ও ৩০ মে দুদিন বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ড থেকে সকাল পৌনে ৭টা ও বিকেল সোয়া ৫টা ছাত্র-ছাত্রীদের বাসগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে ৩১ মে বিকেল পৌনে ৩টায় নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ক্যাম্পাস ছেড়ে যাবে।
অন্যদিকে, ক্যাম্পাস থেকে পৌনে ৭টায় ছেড়ে যাওয়া বাসগুলো পদ্মা আবাসিক, বিহাস, সমসাদিপুর, লক্ষ্মীপুর, কোর্ট, সিঅ্যান্ডবি, কাসিয়াডাঙ্গা, বিজিবি, নওদাপাড়া অলোকার মোড়, নওহাটা, বানেশ্বর থেকে সোয়া ৭টা ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
একই গন্তব্য থেকে ভোর সোয়া ৫টার বাসগুলো সাড়ে ৫টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। তবে ৩১ মে বিকেল পৌনে ৩টায় বাসগুলো ৩টা ৫ মিনিটে নির্দিষ্ট স্টপেজগুলো থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এ বিষয়ে পরিবহন দফতরের প্রশাসক মোকছিদুল হক বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে ২৯, ৩০ ও ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। যেহেতু ক্লাস-পরীক্ষা বন্ধ থাকছে তাই এ তিন দিনের জন্য নতুন সময়সূচি অনুযায়ী বাসের দুটি ট্রিপ রাখা হয়েছে। ফলে পরীক্ষার দিন যানজট হবে না। প্রতি বছর ভর্তি পরীক্ষার সময় এমনটা করা হয়।
তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী যদি তাদের নিজস্ব গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চান, তাহলে তাকে অবশ্যই সকাল সাড়ে ৭টার মধ্যে আসতে হবে।