মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, পা ভাঙল ২ রাবি শিক্ষার্থীর


RU Correspondent | Published: 2024-01-18 19:44:54 BdST | Updated: 2024-05-02 18:36:08 BdST

প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় দুজনেরই এক পা ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

আহত দুই শিক্ষার্থী হলেন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ঈসতিহাদ শাফিন বাঁধন ও সাজ্জাদ হোসেন।

আহত শিক্ষার্থীদের বন্ধু তারিফ হাসান মেহেদী জানান, বিশ্ববিদ্যালয়ের কাছেই ফায়ার সার্ভিস সংলগ্ন চৌদ্দপাই এলাকায় পেছন থেকে চলমান প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তারা পায়ে গুরুতর জখম নিয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন। আজ (বৃহস্পতিবার) রাতে তাদের অপারেশন হওয়ার কথা রয়েছে।

গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক সুভাষ চন্দ্র সুতার বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছে। একজনের ডান পা, এবং অন্যজনের বাম পা ভেঙ্গে গেছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে শাফিন বাঁধনের অপারেশন করা লাগবে।