আন্তর্জাতিক নারী দিবসে নারীর ক্ষমতায়ন, সমতা বিধান, সহিংসতা দূরীকরণ এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'আন্তঃক্লাব নারী বিতর্ক উৎসব- ২০২৪' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) শহীদ মিনার সংলগ্ন মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী বিতর্ক উৎসবটির ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে গোল্ড বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় (গোল্ড) এবং রানার আপ রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং অরগানাইজেশান (রুডো)।
সেভ ইয়ুথ (স্টুডেন্ট অ্যাগেইনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার) রাবি চ্যাপ্টারের উদ্যোগে 'নারীর চোখে আগামীর বিশ্ব' প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃক্লাব নারী বিতর্ক উৎসবটি আয়োজিত হয়। ফাইনাল বিতর্কের মোশন ছিল "যে রাঁধে সে চুলও বাধে" এই সংসদ এধরণের প্রবাদকে গ্লোরিফাই করায় অনুতপ্ত। বিতর্কে ডিবেটার অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছে শতাব্দী নন্দী।
বিতর্ক উৎসবের স্পিকার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম সাগর বলেন, সেভ ইয়ুথকে ধন্যবাদ নারী দিবস উপলক্ষে এতো সুন্দর বিতর্ক উৎসবের আয়োজন করার জন্য। ব্যক্তিগতভাবে আমি মনে করি নারী দিবস সেইদিন সফল হবে যেদিন নারী ও পুরুষের জন্য আলাদা কোন দিবসের প্রয়োজন হবে না। প্রতিটি দিন হবে নারী পুরুষ সকলের।
চ্যাপ্টারের কো-প্রেসিডেন্ট ও আয়োজক কমিটির সভাপতি আশরেফা আফরিন বলেন, আশা করছি বিতর্ক উৎসবটির মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বিরোধী যে চেতনা রয়েছে এবং সর্বক্ষেত্রে সাম্যতা বজায় রাখার অভিপ্রায় সেটিকে তুলে ধরে নারীদের সম্মানিত করা হয়েছে। একইসাথে তরুনদের মাঝে নারীর প্রতি বৈষম্য দূরীকরণ এবং সমতা রক্ষায় তরুনরা এগিয়ে আসবে এই আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, এশিয়ান সংসদীয় ধারায় বিতর্কটি পরিচালিত হয় এবং এতে ৮টি দল অংশগ্রহণ করে। ১-৭ মার্চ নক-আউট পর্ব এবং ৮ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হয়।