করোনা সচেতনতায় রাবি শিক্ষার্থীর অ্যাপ


রাবি | Published: 2020-05-10 21:29:49 BdST | Updated: 2024-05-04 19:13:43 BdST

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে মানুষ। মানুষের অসচেতনতায় বাড়ছে আক্রান্তের সংখ্যা আর মৃত্যুর মিছিল। তাই মানুষকে সচেতন করতে ‘কোভিড-১৯ আপডেট’ নামে একটি অ্যাপ তৈরি করেছেন ইমরান হোসাইন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

অ্যাপ ব্যবহারের সুবিধা সম্পর্কে ইমরান জানান, কোভিড-১৯ কী? কোভিড-১৯ এর লক্ষণ, সরকারিভাবে করোনাভাইরাস পরীক্ষার তথ্য, কোভিড-১৯ থেকে দূরে থাকতে কোন বিষয়গুলো মানা দরকার, সে সম্পর্কে এই অ্যাপে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের করোনার সর্বশেষ তথ্যের পাশাপাশি এতে বাংলাদেশের প্রতিটি জেলায় ‘কোভিড-১৯’ আক্রান্তের সর্বশেষ সংখ্যা পাওয়া যাবে। তাছাড়াও করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে অ্যাপটিতে আছে নানা আর্টিকেল এবং ভিডিও।

তিনি আরও জানান, কেউ ইচ্ছা করলে এই অ্যাপের সাহায্য স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধন করতে পারবেন এবং জেলাভিত্তিক সকল স্বেচ্ছাসেবকের তালিকা পাওয়া যাবে অ্যাপটিতে। এই অ্যাপটি তৈরি করতে বিশেষভাবে সহায়তা করেছেন ‘এক্সেপশনাল আইটি সলিউশন’।

করোনা নিয়ে অ্যাপ তৈরির কারণ জানতে চাইলে ইমরান জানান, বর্তমানে বাংলাদেশের অবস্থাও দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। অধিকাংশ নাগরিকই অসচেতন। মানুষকে সচেতন করার পাশাপাশি সকলকে কোভিড-১৯ সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করার উদ্দেশ্যই এই অ্যাপটি তৈরি করা।