ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন এবার আওয়ামী লীগের উপ-কমিটিতে


Desk report | Published: 2023-10-22 00:08:40 BdST | Updated: 2024-05-04 08:40:35 BdST

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি পদ থেকে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর অব্যাহতি পাওয়া রেজওয়ানুল হক চৌধুরী শোভন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য পদ নিয়ে রাজনীতিতে ফিরেছেন।

শনিবার (২১ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এ উপ-কমিটির অনুমোদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, কো-চেয়ারম্যান চৌধুরী খালেকুজ্জামান ও সদস্য সচিব আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। এতে সদস্য করা হয়েছে ১৬০ জনকে।

দীর্ঘদিন পর রাজনীতিতে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছাত্রলীগের এ সাবেক সভাপতি। তিনি বলেন, আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেছি। সদস্য থেকে প্রধানমন্ত্রী আমাকে ছাত্রলীগের সভাপতি করেছেন। অব্যাহতির চার বছর পরে আমাকে আওয়ামী লীগের এই উপ-কমিটিতে পদায়ন করায় আমি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।

শোভন বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশারী করার জন্য কাজ করে যাবো। একই সঙ্গে আমার জেলা কুড়িগ্রামের মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করে যাবো।