মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল মালদ্বীপ


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-05 18:45:09 BdST | Updated: 2025-05-19 03:52:43 BdST

রোহিঙ্গাদের ওপর বর্বরতার নিন্দা জানিয়ে মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মালদ্বীপ। রোববার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয় বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সান জানিয়েছে।

বিজ্ঞাপন

"মিয়ানমারে সাম্প্রতিক সহিংতায় ডজনের ওপর রোহিঙ্গা মুসলমানের মৃত্যু এবং লাখো মানুষের বাস্তুচ্যুতিতে মালদ্বীপ গভীরভাবে উদ্বিগ্ন," বিবৃতিতে এমনটাই বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংখ্যালঘু মুসলিমদের ওপর নৃশংসতা বন্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখার কথাও জানায় তারা।

বিবৃতিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত দমন-পীড়নের নিন্দা জানানোর পাশাপাশি রক্তক্ষয় বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানানো হয়।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে দমন অভিযান শুরু হয়।

বিজ্ঞাপন

মিয়ানমার সরকারের হিসাবে, প্রথম এক সপ্তাহে রাখাইনে সহিংসতায় অন্তত চারশ মানুষের মৃত্যু হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে ২৬০০ ঘর-বাড়ি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, সংঘাত থেকে বাঁচতে ১১ দিনে মিয়ানমার থেকে পালিয়ে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অভিযোগ তদন্তে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং জাতিসংঘ মহাসচিবের কাছে অনুরোধও জানিয়েছে। খবর বিডিনিউজ।

জেএস/ ০৫ সেপ্টেম্বর ২০১৭