জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করার সভাস্থল ট্রাম্প সমর্থকদের দখল, গুলি


Dhaka | Published: 2021-01-07 09:41:01 BdST | Updated: 2024-05-03 14:45:30 BdST

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে জো বাইডেনকে বিজয়ী ঘোষনা করার জন্য আয়োজিত কংগ্রেসের সভাস্থল দখল করে নিয়েছে ট্রাম্প সর্মথকরা। এমনকি তারা ভবনের ভিতরে গুলি চালিয়েছে ও ভবনের কাচ, দরজা ভেঙে ফেলেছেন। সভাস্থল থেকে কংগ্রেস সদস্যদের বের করে দিয়েছে। খবর ফক্স নিউজ।

ট্রাম্প এই সভাস্থলে প্রতিবাদ করার জন্য তার সমর্থকদের আগেই আহ্বান জানিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটলো। ক্যাপিটল হিল এখন ট্রাম্প সমর্থকদের দখলে রয়েছে। কোনরকম পুলিশি বাধা ছাড়াই ট্রাম্প সর্মথকরা সেখানে প্রবেশ করতে পারায় আশ্চর্য হয়েছেন ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান।

ক্যাপিটল হিলে থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কংগ্রেসের সভার নেতৃত্ব দেয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে। তার আসনে বসে পরে ট্রাম্প সর্মথকরা। এমনকি এখন সেখানে অন্য কেউ প্রবেশ করলে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

ফক্স নিউজ বলছে, ভবনের বাইরে এবং ভিতরে গুলি চালানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর আন্দোলনকারীদের আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে এক সভায় জো বাইডেন বলেছেন, এটি একটি অন্ধকার সময়। এরকম হবে অকল্পনীয়।

এ ঘটনার প্রেক্ষিতে জোবাইডেনকে অফিসিয়ালি নির্বাচিত ঘোষণা করার সময় পিছিয়ে গেল। পরবর্তীতে কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হবার পর থেকেই নির্বাচনের ফলাফল মেনে নিতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। আর সে কারণেই তিনি আজকের এ সভার বাহিরে তার সমর্থকদের তীব্র প্রতিবাদ সভা আয়োজনের আহ্বান জানান।

https://edition.cnn.com/politics/live-news/congress-electoral-college-vote-count-2021/h_d1393994f27045a64f4ca47c240d8642