ঢাবির খ ইউনিটে ভর্তি: ইংরেজি প্রশ্ন যেকোন সালের তুলনায় সহজ


ঢাবি টাইমস | Published: 2017-09-22 18:08:08 BdST | Updated: 2024-05-18 22:36:50 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি প্রশ্ন বিগত যেকোন সালের তুলনায় সহজ করা হয়েছে। ইংরেজি গ্রামারের একদম সহজ এবং প্রাথমিক নিয়ম থেকে প্রশ্ন করা হয়েছে। যা অষ্টম কিংবা ১০ম শ্রেণীর শিক্ষার্থীরাও জানার কথা। 

বর্তমান শিক্ষার্থীরা বলছেন, এরকম প্রশ্ন করলে ঢাবি আগের মত মেধাবী শিক্ষার্থী পাবেনা। 

ভর্তি পরীক্ষার্থীরা বলছেন, অনেক সুন্দর প্রশ্ন হয়েছে। এতে তাদের ইংরেজি বিষয়ে প্রশ্ন উত্তর করার সময় চিন্তা অনেকটা কম অনুভব হয়েছে।

ঢাকা ব্শ্বিবিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের ৭০টি কেন্দ্রে কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রতি আসনের বিপরীতে অংশ নিয়েছেন ১৪ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষায় ২ হাজার ৩৬৩ আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ৩২ হাজার ৭৪৯ জন।

সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে ৭ হাজার ১২৩ আসনের বিপরীতে মোট ২ লাখ ৬৩ হাজার ৩৯ জন আবেদন করেছে এবার। এই হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী থাকছেন ৩৭ জন।

এমএসএল