যবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ


Desk report | Published: 2024-05-17 15:14:56 BdST | Updated: 2024-06-26 08:13:10 BdST

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগে ভর্তির জন্য চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভাগটিতে ভর্তির জন্য নির্দেশনাও প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৫ মে) যবিপ্রবির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা ও ভর্তি নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে যবিপ্রবির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের অধীন পিইএসএস বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১৪ মে ব্যবহারিক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে খেলোয়াড় কোটায় ১৮ জনসহ মোট ৫১ জন শিক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়। যার মধ্যে মেধাক্রম অনুসারে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৬ মে ও ২৭ মে সকাল দশটা হতে বেলা দুইটার মধ্যে যবিপ্রবির মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় লাইব্রেরি কাম অ্যাকাডেমিক ভবনের ৪০১ নম্বর কক্ষে (অনুষদীয় ডিন অফিস) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত তারিখ ও সময়ে ভর্তি হতে ব্যর্থ হলে সে পরীক্ষার্থী আর ভর্তির যোগ্য বিবেচিত হবে না। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য ২৭ মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ১৮ এপ্রিল সকাল ১১টায় পিইএসএস বিভাগের প্রাথমিক নির্বাচনি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ১৪ মে সকাল ৯:০০ ঘটিকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।