রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২৭ আগস্ট


Desk report | Published: 2023-08-25 19:42:48 BdST | Updated: 2024-05-18 17:57:51 BdST

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ (জিএসটি) ভর্তিচ্ছুদের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময়সীমা প্রকাশিত হয়েছে। আগামী ২৭ আগস্ট সকাল ৯ টা থেকে ৩০ আগস্ট বিকাল ৫ টার মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চিতকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে চূড়ান্ত ভর্তির বিষয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আগামী ৩রা সেপ্টেম্বর থেকে শুরু হবে।

চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
www.rub.ac.bd

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য বিভিন্ন বিভাগে যে ফি জমা দিতে হবে:
১- বাংলা : ব্যাংকে ৫৬৭০ টাকা + রকেটে ২৫০০ টাকা
২- অর্থনীতি / সমাজবিজ্ঞান / ম্যানেজমেন্ট স্টাডিজ: ব্যাংকে ৪৯৪৫ টাকা + রকেটে ২৫০০ টাকা
৩- সঙ্গীত: ব্যাংকে ৫৩২০ টাকা + রকেটে ২৫০০ টাকা

চূড়ান্ত ভর্তির জন্য যেসকল কাগজপত্র জমা দিতে হবে:
১- প্রাথমিক ভর্তির সময় প্রদানকৃত কাগজপত্র প্রাপ্তি স্বীকার পত্র
২- ল্যাব প্রিন্ট ৩ কপি ছবি (পাসপোর্ট সাইজ)
৩- রকেটে টাকা জমার প্রাপ্তি স্বীকার পত্র
৪- কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র

উল্লেখ্য, ২০১৮ সালের ১৭ এপ্রিল ৩ বিভাগে ১০৫ জন শিক্ষার্থী নিয়ে শ্রেণী কার্যক্রম শুরুর মাধ্যমে যাত্রা শুরু করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বর্তমানে ৫ টি বিভাগে প্রায় ৮০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।