জাবি ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার শুরু ১২ নভেম্বর


জোবায়ের কামাল | Published: 2017-10-26 06:14:08 BdST | Updated: 2024-06-17 05:34:38 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে লিখিত ভর্তি পরীক্ষায় নির্বাচিত ছাত্রছাত্রীদের ভাইভা আগামী ১২ থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান।

তিনি বলেন, সংশ্লিষ্ট ইউনিট অফিসে লিখিত পরীক্ষায় নির্বাচিত ছাত্রছাত্রীদের বিভাগ পছন্দক্রম গ্রহণ/ সাক্ষাৎকার/ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৩ নভেম্বর।

এছাড়া ‘সি১’ ইউনিটের (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) লিখিত পরীক্ষায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার/ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ থেকে ১৪ নভেম্বর। তবে চাঁদ দেখা সাপেক্ষে ১৪ নভেম্বর আখেরী চাহার সোম্বা’এর ছুটি হলে উক্ত তারিখের পরীক্ষা ১৫ নভেম্বরে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা কোটা (সন্তান/ নাতি-নাতনি), ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায় এবং দলিত সম্প্রদায় কোটা, প্রতিবন্ধী কোট, খেলোয়াড় (শুধুমাত্র কিকেএসপি) কোটায় ভর্তির জন্য আবেদন ফরম ব্যাংক থেকে সংগ্রহ এবং শিক্ষা শাখায় আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

প্রার্থীদের সাক্ষাৎকার সম্পর্কিত বিস্তারতি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://ju-admission.org/) পাওয়া যাবে বলে জানান।

উল্লেখ্য, মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা সকলের ভাইভা এক সময়েই হবে। ভাইভাতে উপস্থিত নাু থাকলে অকৃতকার্য হিসেবে গণ্য হবে। ভাইভা এবং ব্যবহারিক পরীক্ষার ফলাফল ওয়েব সাইটে প্রকাশ করা হবে ১৯ নভেম্বর। ২০ থেকে ২৩ নভেম্বর মেধা তালিকা থেকে ভর্তি শুরু হবে।


এমএসএল/ ২৬ অক্টোবর ২০১৭