ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটির জন্য বায়োডাটা আহ্বান


Desk report | Published: 2023-07-19 05:57:47 BdST | Updated: 2024-05-02 06:19:34 BdST

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার কমিটি।

কলেজটিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য কমিটি দিতে আগ্রহীদের বায়োডাটা আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য নতুন কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। কমিটিতে পদ প্রত্যাশীদের দুই কপি জীবন বৃত্তান্ত আগামী সাত দিনের মধ্যে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বায়োডাটার সাথে যেসব সংযুক্তি প্রয়োজন হবে (প্রতি কপিতে)
১. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
২. শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র।
৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪. জন্মসনদের ফটোকপি।
৫. সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি।
৬. সর্বশেষ পাসকৃত পরীক্ষার বৈধ সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি।
৭. অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদের (যদি থাকে) ফটোকপি।

২০১৩ সালের ২৯ নভেম্বর রাতে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন। তার পরদিনই ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। তখন ফুয়াদ হাসান পল্লব সভাপতি ও সাকিব হাসান সুইম সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনার দীর্ঘ ৩ বছর পর ২০১৬ সালের ১৭ নভেম্বর তিন মাসের জন্য নুর আলম ভূইয়া রাজুকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এরপর ২০১৭ সালের ২২ জানুয়ারি দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ শাখার আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ৷

বর্তমানে ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে ২৮ জন যুগ্ম আহ্বায়ক ও ৯০ জন সদস্য রয়েছেন। তবে এর মধ্যে অনেকেই বয়স বাড়ার সাথে সাথে ছাত্রলীগের রাজনীতি ছেড়েছেন ৷ কেউবা মনকষ্টে রাজনীতি বিমুখ হয়ে চাকরি নিয়ে বিয়ে করে সংসারী হয়েছেন ৷