তাপদাহ থেকে মুক্তি পেতে রাবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি


Abu Saleh Shoeb | Published: 2024-04-30 21:44:09 BdST | Updated: 2024-05-18 00:48:10 BdST

তীব্র তাপপ্রবাহে নাজেহাল জনজীবন। হিট স্ট্রোকে নিয়মিত প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। ফলে আগামীতে তাপদাহ প্রশমিত করতে ও টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের প্রয়াসে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ দশদিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে। এরই অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ও আবাসিক হলগুলোর সামনে শতাধিক বৃক্ষরোপণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও জুন মাসে আরও ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে বলে কর্মসূচিতে জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, "চলমান তাপপ্রবাহ মানুষের জীবনযাত্রাকে ব্যাপকভাবে ব্যহত করছে। এরকম পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবছরই লক্ষাধিক বৃক্ষরোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের প্রয়াসে বাংলাদেশ কেন্দ্রিয় ছাত্রলীগ দশদিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে রাবি ছাত্রলীগ প্রথম দিনে শতাধিক বৃক্ষরোপণ করেছে এবং জুন মাসে আরও ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি পালন করবো বলে জানান তিনি।"

বৃক্ষরোপণ সম্পর্কে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, "কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে রাবি শাখা ছাত্রলীগ আজ ১০০টি চারাগাছ রোপন করেছে। এগুলোর যথাযথ পরিচর্যার জন্য প্রয়োজন পদক্ষেপ নিতে হল ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দদের নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী জুন মাসে আরও ১০ হাজার বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা"।