বই পড়ার অভ্যাস গঠনের ৫ উপায়


টাইমস অনলাইনঃ | Published: 2018-11-30 05:15:41 BdST | Updated: 2024-06-26 12:38:07 BdST

পাঠ্যবই পড়তে পড়তে, অন্যান্য বই পড়তে ভালো লাগে না। সময় আছে কিন্তু বই পড়তে পারি না। বিভিন্ন কারণে বই পড়া হয়ে ওঠে না। মনে রাখবেন, যদি আপনি শুধু পাঠ্যবই পড়েন, তবে আপনার জ্ঞান ব্যষ্টিক। আর যদি পাঠ্যবইয়ের বাইরেও নানা ধরনের বই পড়েন, তবে আপনার জ্ঞানের পরিধি হবে সামষ্টিক। আপনার ক্যারিয়ার পুরোপুরি আপনার সিজিপিএর ওপর নির্ভরশীল নয়, বরং আপনি কতটুকু জানেন তার ওপর নির্ভরশীল। তার জন্য প্রচুর বই পড়া চাই। তারাই সবচেয়ে বেশি স্মার্ট, যারা প্রচুর বই পড়তে ভালোবাসেন। যাদের বই পড়ার অভ্যাস নেই, তাদের জন্য বই পড়ার অভ্যাস গঠনের পাঁচটি উপায় তুলে ধরা হলো।

প্রথমে একটি সময় বের করুন। আপনার সারা দিনের ব্যস্ততার মধ্যে থেকে একটি একটি নির্দিষ্ট সময় খুঁজে নিন। প্রতিদিন এই সময় শুধু বই পড়ার জন্য রেখে দিন। দৈনিক একই সময়ে বই পড়ুন। দেখবেন আস্তে আস্তে আপনার বই পড়ার অভ্যাস হয়ে যাচ্ছে। আর যখনই সময় পাবেন, বই পড়া শুরু করুন।
প্রথম প্রথম বড় গল্প, উপন্যাস পড়তে ভালো লাগবে না বা পড়তে মন বসবে না। সেজন্য মজার মজার বইগুলো পড়ুন। যেমন, আপনি যদি প্রযুক্তি ভালোবাসেন, তবে সাইন্স ফিকশন বই পড়ুন। যার যে বিষয় ভালো লাগে, সেই বইগুলো প্রথমে পড়া শুরু করুন। কমিক্স বই পড়তে পারেন। এতে বই পড়ার আগ্রহ আরও বেড়ে যাবে। ছোট ছোট বই প্রথমে পড়ুন, বড় বড় বইগুলো প্রথমে পড়ার প্রয়োজন নেই। কারণ ধৈর্য হারিয়ে যাবে।
টার্গেট নিয়ে পড়া শুরু করুন। আজ বইয়ের কমপক্ষে কত পৃষ্ঠা পড়ে শেষ করবেন, আগেই সিদ্ধান্ত নিয়ে রাখুন। এতদিনের ভেতরে এই বই শেষ করব। এই রকম টার্গেট নিয়ে বই পড়ুন। দেখবেন বই পড়ার যেমন শখ তৈরি হবে, তেমনি অভ্যাসেও পরিণত হবে।
ধরুন একা কোথাও লম্বা জার্নিতে যাচ্ছেন, ব্যাকপ্যাকে সবার আগে প্রিয় বইটি ঢুকিয়ে নিন। ট্রেনে-বাসে বসে বই পড়ুন একাকিত্ব দূর হবে, বই পড়ার প্রতি আকর্ষণ বাড়বে। ভার্সিটিতে যাবেন, অফিসে যাবেন বাসে বসে সময় নষ্ট না করে বই পড়তে পারেন।
আবার কেউ কেউ আছেন, তারা হয়তো কোথা থেকে বই কিনবেন, কি বই কিনবেন, এসব ভেবে আর বই কেনাও হয় না, পড়াও হয় না। অনলাইনে আপনি যেকোনো বই যেকোনো সময় ক্রয় করতে পারবেন। ঘরে বসে বই কিনতে পারেন। এই সুবিধা এখন আছে। আবার ই-বুকও পড়তে পারেন সোস্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট না করে।
আপনি চাইলে অভ্যাসটি গঠন সম্ভব হবে। আর মনে রাখবেন, যে ব্যক্তি বই কম পড়েন, জানার ভাব দেখানোর জন্য তাকে ধূর্ততার আশ্রয় নিতে হয়। তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলুন, নিজেকে সমৃদ্ধ করুন।