৯ দাবি আদায়ে ৭ দিনের আল্টিমেটাম কুবি অফিসার্স অ্যাসোসিয়েশনের


Al Shahriar | Published: 2024-06-25 19:10:07 BdST | Updated: 2024-06-29 01:11:38 BdST

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রসাশনকে নয় দফা দাবি পূরণে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কুবি অফিসার্স এসোসিয়েশন। মঙ্গলবার (২৫ জুন) অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব জাকির হোসেনের ওএসডি নিঃশর্তভাবে প্রত্যাহারকরণসহ নয় দাবিতে উপাচার্য বরাবর চিঠি দিয়েছে অফিসার্স অ্যাসোসিয়েশন। 

আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবিসমূহ বাস্তবায়ন না হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করার ঘোষণা দেয়া হয়।

নয় দফা দাবির মধ্যে রয়েছে- কুবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের ওএসডি নিঃশর্তভাবে প্রত্যাহার করণ, সহকারী রেজিস্ট্রার/সমমান পদের কর্মকর্তাদের গ্রেড ৭ম থেকে ৬ষ্ঠ গ্রেডের স্কেলে উন্নীতকরণ, কর্মকর্তাগণের ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে ১২ বছর পূর্ণ হলে সরকারি গেজেট মোতাবেক গ্রেড ৫ম থেকে ৪র্থ গ্রেডের স্কেলে উন্নীতকরণ, প্রসাশনিক কর্মকর্তা পদে যোগদানকৃত ১২ জন ককর্মকর্তাকে যোগদানের তারিখ থেকে সেকশন অফিসার পদে পদায়নের ব্যবস্থাকরণ, অভ্যন্তরীণ প্রার্থীদেরকে শূন্য পদে স্থায়ীকরনের ব্যবস্থাকরণ, আপগ্রেডেশন নীতিমালা সংশোধন কমিটি পুনঃগঠন ও তা দ্রুততার সাথে বাস্তবায়ন করণ, ডিউ ডেইট থেকে কর্মকর্তাদের আপগ্রেডেশন কার্যকর করার ব্যবস্থাকরণ, অর্গানোগ্রাম সংশোধন এ কর্মকর্তা ও কর্মচারীদের অংশবিশেষ দ্রুততার সাথে কার্যকর করণের ব্যবস্থাকরণ,  অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় বিভাগে (একাডেমিক ভবন) কর্মরত কর্মচারীদের পরীক্ষা পারিতোষিক প্রদান করণ।

এ ব্যাপারে অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেক হোসেন মজুমদার বলেন, ' গত ১১ জুন তারিখে সংগঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সকল সদস্যের সম্মতিক্রমে  সিদ্ধান্ত মোতাবেক আমরা আমাদের দাবিসমূহ উপাচার্য বরাবর দিয়েছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবি আদায় না হলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।'