বিইউপিতে নতুন উপ-উপাচার্যের যোগদান


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-26 21:23:29 BdST | Updated: 2024-05-17 17:18:48 BdST

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) নতুন উপ-উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদার এ পদে নিয়োগ পেয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) তিনি যোগদান করেছেন। বিইউপি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক ড.এম আবুল কাশেম মজুমদার ১ নভেম্বর ১৯৫৪ সালে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চট্রগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতায় ৩৪ বছর অতিবাহিত করেন।

বিইউপিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ছিলেন। এছাড়া দেশ-বিদেশের স্বীকৃত জার্নালে তার শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

টিআর/ ২৬ সেপ্টেম্বর ২০১৭