বাকৃবিতে ছাত্রলীগের রক্তদান ও বৃক্ষরোপণ


শাহরিয়ার আমিন | Published: 2017-08-15 02:59:30 BdST | Updated: 2024-06-26 10:47:10 BdST

শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে রক্তদান ও পরে বৃক্ষরোপণ করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।

আলোচনা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ মেডিসিন ক্লাবের সহযোগিতায় রক্তদান কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মী ও স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের সামনে বৃক্ষরোপণ করা হয়। এসময় ছাত্রলীগের বিভিন্ন¯তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদান ও তার খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির কথা তুলে ধরা হয়।

টিআর/ ১৪ আগস্ট ২০১৭