জাতীয় শোক দিবস স্মরণে মাভাবিপ্রবির নানা কর্মসূচি গ্রহণ


রবিউল ইসলাম | Published: 2017-08-15 03:09:04 BdST | Updated: 2024-06-26 10:57:55 BdST

জাতীয় শোক দিবস ও স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বাষির্কী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৫ আগষ্ট) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- কালো ব্যাচ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বিএনসিসি কর্তৃক সম্মান প্রদর্শন, শোক র‌্যালি, ক্যাম্পাসস্থ শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও বিশ্ববিদ্যালয় দরবার হলে আলোচনা সভা।

এছাড়া বাদ যোহর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও এতিমদের জন্য ভোজের আয়োজন করা হবে।
কর্মসূচিসমূহে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থাকবেন।

টিআর/ ১৪ আগস্ট ২০১৭