শোক দিবসের পোস্টার ছেঁড়ায় ১২ ছাত্রকে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়


The daily star | Published: 2017-08-16 06:03:23 BdST | Updated: 2024-06-26 09:10:26 BdST

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দেয়ালে টানানো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে ১২ শিক্ষার্থীকে পুলিশি তদন্তের জন্য শাহবাগ থানায় পাঠিয়েছে হল প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তাদের থানায় পাঠানো হয়।

 

জানা গেছে, ১৫ আগস্টের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে ১১ জন আবাসিক শিক্ষার্থীকে পুলিশি তদন্তে পাঠিয়েছে হল প্রশাসন। এদের মধ্যে ৪/৫ জন হল শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত। অন্যরা হলের সাধারণ শিক্ষার্থী। সোমবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া সিসি ফুটেজে তাদের শনাক্ত করে শাহবাগ থানায় পাঠায়।

এ সময় তাদের কাছ থেকে ১১টি অ্যান্ড্রয়েড ফোন, দুটি ল্যাপটপ এবং একটি ডেক্সটপ ও জব্দ করা হয়, যা হল কর্তৃপক্ষ তদন্তের স্বার্থে চেক করবে বলে জানা যায়। এগুলো বর্তমানে হল কর্তৃপক্ষের হেফাজতে আছে।

সিসি ফুটেজে শনাক্তকারীরা হলেন, আসিফ হোসেন (ব্যাংকিং), রিয়াজ উদ্দীন(ইসলামের ইতিহাস), আজিম উদ্দীন (মনোবিজ্ঞান), মাহমুদুল হাসান(ইসলামী স্টাডিজ), মোকসেদুল আলম (আন্তর্জাতিক সম্পর্ক),শাহিনুজ্জামান(সমাজবিজ্ঞান), ওবায়েদুল হক ভূঁইয়া(ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), এহসান আহমেদ(আন্তর্জাতিক সম্পর্ক), মনির হোসেন(পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ), জি এম আরাফাত ইসলাম(অ্যাকাউন্টিং), জি এম বায়েজিদ ইসলাম(দর্শন)।

সিসি ফুটেজে দেখা গেছে, শিক্ষার্থীরা অভ্যাসবশত পোস্টার ছিঁড়েছে। তবে কয়েকজনের পোস্টার ছেঁড়ার ধরনকে রহস্যজনক হিসেবে মনে করছে হল প্রশাসন। সিসি ফুটেজে শনাক্তকরণ শেষে অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, হলের আবাসিক শিক্ষকদের মাধ্যমে আমি বিষয়টি সম্পর্কে জানি এবং হল ছাত্রলীগ অভিযোগ করে আমার কাছে বিচার চায়। তাই আমি ১৫ আগস্টের অনুষ্ঠান শেষ করেই হলে এসে সরেজমিনে সবকিছু পর্যবেক্ষণ করি।

সিসি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করি। কয়েজনের পোস্টার ছেঁড়ার ধরন রহস্যজনক মনে হয়েছে বলে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা যদি অভ্যাসবশত করে থাকে তাহলে কেউ হয়রানির শিকার হবে না। আর যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে করে তাহলে হল থেকে তাদের বের করে দেয়া হবে। কারণ সবার মধ্যে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কোন বিতর্ক থাকতে পারে না।

তিনি আরও বলেন, ১৫ আগস্টের মতো দিনে যারা এই ধরনের অসভ্য কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে হল প্রশাসন। হল প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলেও জানান তিনি।

এমএসএল