ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন  


ঢাবি টাইমস | Published: 2017-08-17 01:29:55 BdST | Updated: 2024-06-26 09:08:49 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) অস্থিতিশীল করে শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন করেছে টিএসসি কেন্দ্রীক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, ফটোগ্রাফি সোসাইটি, মাইম এ্যাকশন, ট্যুরিস্ট সোসাইটি, সায়েন্স সোসাইটি, আইটি সোসাইটি, প্রভাতফেরি, ডিইউমুনা, ব্যান্ড সোসাইটি, কুইজ সোসাইটি, রিচার্স সোসাইটি, পরিবেশ সংসদ, নাট্যসংসদ, লিটারেচার সোসাইটি, স্লোগান-৭১, চলচ্চিত্র সংসদসহ প্রায় ২০টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।

মানববন্ধন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে নানামুখী অপপ্রচার, মিডিয়ায় ভিসির নাম বিকৃতি, সিনেট নির্বাচনকে কন্দ্রে করে একটি মহলের ষড়যন্ত্র, ডাকসু নির্বাচনের দাবিতে বহিরাগতদের দিয়ে আন্দোলনের প্রতিবাদ জানানো হয়।

এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ও ব্যান্ড সোসাইটির সভাপতি লালন মাহমুদ, মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লোকমান, রিচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক, ফটোগ্রাফি সোসাইটির সভাপতি প্যারিস তালুকদার, ডিইউমুনার সভাপতি মোস্তফা আমির ফয়সল, পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন,, নাট্য সংসদের দপ্তর সম্পাদক দিগার মাহমুদ কৌশিক, সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাদমান সাকিল, ফিল্ম সোসাইটির শাহান সাদিক প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন ডিবেটিং সোসাইটির সভাপতি মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি।

সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন তার বক্তব্যে বলেন, ”ঢাবির শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চায় একটি কুচক্রী মহল। ক্যাম্পাসের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত তারা। সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”

ব্যান্ড সোসাইটির সভাপতি লালন মাহমুদ বলেন, ”বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক কর্মী হিসেবে ক্যাম্পাসে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার যৌক্তিক দাবি নিয়ে আমরা মানববন্ধনে এসেছি। ঢাবিকে নিয়ে কোন ধরনের অপরাজনীতি করার চেষ্টা করে সফল হওয়া সম্ভব নয়। ছাত্র-শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে এই অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 মাইম অ্যাকশনের মীর লোকমান অভিযোগ করে বলেন, ”ডাকসুর দাবিতে সম্প্রতি বহিরাগতদের নিয়ে একটি আন্দোলন করা হয়েছে যেখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করা হয়েছে। আমরা ডাকসু চাই। কিন্তু বহিরাগতদের দিয়ে নয়, ঢাবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ডাকসুর দাবি জানাতে হবে।”

ডিইউমুনার সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হয় এমন কোন কিছু মেনে নেওয়া যায় না। টিএসসির সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ডাকসু নির্বাচন চায়। কিন্তু ক্যাম্পাসে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে তা নয়।

রিচার্স সোসাইটির সভাপতি সাইফুল্লাহ সাদেক বলেন, একটি শীর্ষ সারির মিডিয়ায় ঢাবির ভিসির নামকে বিকৃত করে উপস্থাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে ঢাবির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। ঢাবি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অসন্তুষ ও ঘৃণার জন্ম দেয়ার চেষ্টা চলছে যা ষড়যন্ত্রেরই অংশ। এভাবেই ষড়যন্ত্রের সূতপাত্র হয়। আমরা এর বিরুদ্ধেই অবস্থান নিয়েছি।

 

এমএসেল