বন্যা দুর্গতদের পাশে দাড়াতে সহায়তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে যুক্ত হোন


টাইমস অনলাইনঃ | Published: 2017-08-17 01:56:53 BdST | Updated: 2024-06-26 09:22:05 BdST

বাংলাদেশে বিদ্যমান বন্যায় ঘরবাড়ি হারিয়ে লক্ষাধিক মানুষ পানি বন্ধী,পাচ্ছেনা ঠিকমতো খাবার পানি এবং চিকিৎসা।ফলে বন্যাকবলিত এলাকায় খাবার আর চিকিৎসার অভাবে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে মানুষজন।

এসব বন্যাকবলিত মানুষদের কাছে খাবার এবং প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেবার জন্য ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু করে বাংলাদেশের শ্রেষ্ট বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার বিকেল ৩ টায় টিএসসি ক্যাফিটেরিয়ায় অনুষ্ঠিত সভায় বন্যাদুর্গত এলাকার জন্য ত্রাণ সংগ্রহের বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।উক্ত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল,ডিপার্টমেন্ট আর বাসগুলো থেকে অর্থসংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী উপস্থিত থেকে বন্যাকবলিত এলাকার মানুষদের সাহায্য করার জন্য তাদের মতামত ব্যক্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বন্যার্তদের জন্য দেয়া ত্রানের প্রতিটি প্যাকেটের(১ টি পরিবার) জন্য খরচ হবে প্রায় ৫৫০- ৬০০ টাকা। এর মধ্যে যা যা থাকবে-
চাল-৫ কেজি
ডাল- ১/২ কেজি
চিড়া -২ কেজি
আলু – ২ কেজি
গুড়- ১/২ কেজি
লবণ- ১ কেজি
মোমবাতি-৫ পিস
দেশলাই- ২ বক্স
প্যারাসিটামল-১ পাতা
মেট্রোনিডাজল- ১ পাতা
হিসটাসিন – ১ পাতা
রিবোফ্লাভিন- ১ পাতা
পানি বিশুদ্ধকরন ট্যাবলেট- ২ পাতা
কেউ চাইলে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। এছাড়াও কেউ যদি চান তবে শুকনো খাবার, ঔষধ , খাবার পানি , যেকোন মূলবান দ্রব্যাদি দিয়ে এ মহান কাজে সামিল হতে পারেন।

ইভেন্টের আহ্বায়ক মোতাকাব্বির খান প্রবাস বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতি ডিপার্টমেন্ট থেকে সাধ্যমত ফান্ড সংগ্রহ করতে চাচ্ছি। এই বিশাল কাজ আমাদের একার পক্ষে করা অসম্ভব । আমাদের তাই প্রচুর সেচ্ছাসেবক দরকার। যারা নিজেদের ডিপার্টমেন্টে আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে কাজ করতে চান তারা প্রত্যেকেই এই পোস্টের কমেন্টে নিজের নাম, ডিপার্টমেন্টের নাম, বর্ষ এবং মোবাইল নম্বর লিখে কমেন্ট করুন। একইসাথে নিজের ডিপার্টমেন্টের সি.আর. দের আইডি মেনশন করুন। কারো পাবলিকলি এসব তথ্য দিতে সমস্যা হলে এডমিন Sadman Sakil এবং Nur Hossain Noyon এর ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার ডাকের অপেক্ষায় আছি!

তিনি বলেন, এই কর্মযজ্ঞ আপনাদের সাহায্য-সহযোগীতা ছাড়া সাফল্যের মুখ দেখবে না। তাই সকল সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের প্রতি সবিনয় অনুরোধ, যে যেভাবে পারি এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই।
বন্যার্তদের জন্য অর্থ প্রেরনের ঠিকানা :
বিকাশ : 01719217209 ( প্রবাস)
01677826743 ( নীরব)
রকেট : 016771882907 ( প্রবাস)
017100063024 ( রাকিব)
ব্যাংক একাউন্ট : 179.105.8253 নীরব ডাচ বাংলা ব্যাংক।

প্রবাস বলেন,  বিশ্বাস করি আজো ঢাকা বিশ্বদিদ্যালয় এদেশের পথ দেখায়; আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এগোলে কাল দেশ এগোবে! আমি আপনি আমরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়।

এমএসএল