স্পিকারের বিশেষ ক্ষমতাবলে সংসদে উঠল দাওরায়ে হাদিস বিল


টাইমস প্রতিবেদক | Published: 2018-09-11 15:04:45 BdST | Updated: 2024-04-27 03:31:06 BdST

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরির বিশেষ ক্ষমতাবলে ’কওমী মাদ্রাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রী ইসলামিক (স্টাডিস ও আরবি) সমমান প্রদানসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করার নিমিত্ত আনিত বিল-২০১৮’ উত্থাপন করা হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে সংসদ অধিবেশনে এ বিলটি উত্থাপনের জন্য প্রস্তাব করেন শিক্ষামস্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

এতে আপত্তি জানান, জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, সংসদের দিনের কার্যসূচিতে এ বিলটি অন্তর্ভূক্ত করা হয়নি এবং বিলটি সম্পর্কে কিছু জানতে পারেননি। বিলটি অতিবগুরুত্বপূর্ণ হওয়ায় এটি সম্পর্কে আমাদের পড়ে দেখা দরকার কোনো ভূলত্রটি আছে কি না।

তিনি স্পিকারকে একই রকম বিশেষ ক্ষমতাবলে বিলটি উত্থাপনের সময় আরো তিনদিনের জন্য পিছিয়ে দিতে বলেন।

এসময় স্পিকার বলেন, যেহেতু সংসদের অধিবেশন খুবই স্বল্প সময়ের জন্য, সে কারণে শিক্ষামন্ত্রী ও সংসদীয় কমিটি আমাকে বিলটি উত্থাপনের অনুমতির জন্য আবেদন করেন। সে কারণে সময় স্বল্পতার বিষয়টি বিবেচনা করে আমি বিলটি উত্থাপনের জন্য শিক্ষামন্ত্রীকে অনুমতি দেই।

এসময় শিক্ষামন্ত্রী সময় স্বল্পতা ও বিলটি জরুরিভাবে এই অধিবেশনে পাস করার বিশেষ প্রয়োজন বলে জানান। পরে তিনি বিলটি সংসদে উত্থাপন করেন এবং সাতদিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ীটিতে পাঠানোর জন্য বলা হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান আইন ২০১৮ বিল আকারে সংসদে উপস্থাপন করা হল।

গত ১৩ অাগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্ট্যাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ শীর্ষক আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

টিআই/ ১১ সেপ্টেম্বর ২০১৮