ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের নতুন কমিটি


Dhaka | Published: 2024-03-15 16:26:26 BdST | Updated: 2024-10-14 04:34:03 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের (ডিইউডিটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দীপম সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাফিন উজ জামান। এছাড়াও সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রজ্ঞা চন্দ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাবি নাট্য সংসদের মডারেটর অধ্যাপক ড. আহমেদুল কবির ও সংগঠনটির সাবেক সভাপতি লিপটন ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নব মনোনীত সভাপতি দীপম সাহা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সাফিন উজ জামান পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে নব-মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ‘মঞ্চ হোক মুক্তির পথ’ এই মূলমন্ত্রকে সামনে নিয়ে ২০১৬ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নাটক চর্চার একমাত্র প্ল্যাটফর্ম হলো এই সংগঠন।