সাবেক প্রেমিককে কুপিয়ে ঢাবি ছাত্রের হাতে ধৃত ইডেন ছাত্রী


টাইমস অনলাইনঃ | Published: 2018-01-18 05:17:25 BdST | Updated: 2024-09-15 18:19:48 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক প্রেমিকা তার সাবেক প্রেমিককে ছুড়ি দিয়ে কুপিয়ে আহত করেছে। আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধায় মেয়েটি ঢাবির জগন্নাথ হলের কাছে তার সাথে চলন্ত রিক্সায় থাকা ছেলেটিকে ছুরিকাঘাত করে। পালানোর সময় ঢাবির ফার্সি বিভাগের শিক্ষার্থী বায়জীদ তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

মেয়ের দাবি, তিনি ইডেন মহিলা কলেজের মাস্টার্সের ছাত্রী। তাদের ১ বছর সম্পর্ক ছিল। পরে বিচ্ছেদ হয়ে যায়। তারপরেও ছেলেটি তাকে ১বছর ধরে জ্বালাতন করতো। তাই ছেলেটিকে ডেকে ছুরিকাঘাত করা হয়েছে। 

ইডেন ছাত্রী 

আহত আলামিনের বন্ধু মো. রাজু জানান, আলামিন পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় থাকেন। পেশায় তিনি প্লাস্টিক ব্যবসায়ী। মিতা নামের এক মেয়ের সঙ্গে আলামিনের প্রেম ছিল। কিন্তু কিছু দিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জের ধরে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে উদয়ন স্কুলের সামনে মিতা তাঁর ভ্যানেটি ব্যাগ থেকে ছুরি বের করে আলামিনের পিঠে আঘাত করে।

তবে তাদের মধ্যে কী নিয়ে দ্বন্দ্ব ছিল তা রাজুর জানা নেই।

যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মেয়েটিকে ছুরিসহ আটক করা হয়েছে। তাঁর নাম লাভলী বলে পুলিশকে জানিয়েছেন। লাভলী পুলিশকে জানিয়েছেন, আলামিন অনেক দিন ধরে তাঁকে উত্ত্যক্ত করত। ঘটনাটি আসলে কী আহত আলামিনের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা চলছে।

বিডিবিএস