ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের এডির মৃত্যু


ঢাকা | Published: 2024-01-11 02:50:01 BdST | Updated: 2024-05-03 11:14:21 BdST

প্রতিদিনের মতোই রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস দীপু। এ সময় হঠাৎ করেই নির্মাণাধীন একটি ভবন থেকে তার মাথার ওপর ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) রাতে মৌচাক মার্কেট এলাকার ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দীপান্বিতা বিশ্বাস দিপুর গ্রামের বাড়ি সাতক্ষীরায়।  তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট অফিসে কর্মরত ছিলেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার তিন বছরের একটি সন্তান রয়েছে।

নিহত দীপান্বিতার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল দীপান্বিতা। এ সময় এ দুর্ঘটনা ঘটে। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।

পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নীচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে একটি ইট পড়লে ঘটনাস্থলে দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

বিষয়টি নিশ্চিত করে রমনা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ বলেন, দীপান্বিতা নামে একজন নারী ব্যাংক কর্মকর্তার মাথায় ইট পড়ে মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।