
কেবল লিখিত পরীক্ষা পেছানো নয়, পুরো পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার চেয়ে আট দফা দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ‘লং ওয়াক টু রিফর্ম পিএসসি’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে আট দফা দাবি তুলে ধরেন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা।
পিএসসি সংস্কারে আট দফা দাবি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিন ইয়ামিন মোল্লা। দাবিগুলোর মধ্যে রয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করতে হবে এবং প্রশ্ন ফাঁস রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রার্থীদের ভোগান্তি লাঘব, জট নিরসন এবং পদের অপচয় রোধে ৪৪তম বিসিএসের ফল বা ভাইভা গ্রহণ শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের আয়োজন করতে হবে।
বিন ইয়ামিন বলেন, ‘পিএসসির সংস্কার চাই। কত টাকা খেয়েছে পিএসসির নতুন কমিটির লোকজন? প্রশ্নফাঁসকারীদের বিষয়ে পিএসসি দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নেয়নি। তাদের বহিষ্কার করছে না কেন? আবেদ আলীর কাছ থেকে যারা প্রশ্ন নিয়েছে সেই চোরদের সাথে বসে আমরা পরীক্ষা দেব না।’
এর আগে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে তাদের দাবিগুলো তুলে ধরেছিলেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আট দফা তুলে ধরা হয়।