যা ঘটেছিল...


Dhaka | Published: 2025-03-09 19:03:13 BdST | Updated: 2025-03-26 16:45:15 BdST

লোক টাকে মারার পড়ে আমার হাসবেন্ড গিয়ে লোক জোড় করে গাড়ি আটকাইছে।

ঘটনা : পেছনে যেই গাড়িটা সেই গাড়িটা অনেক জোরে এসে সামনের রিক্সা টাকে ধাক্কা দেয় আর রিক্সার যাত্রী পড়ে যায় শরীরে অনেক জায়গায় কেটে গেছে। যে ভদ্রলোক কে মারতেছে উনি ওই রিকশার যাত্রী...

এরপর গাড়ির ড্রাইভার এসে আগেই রিক্সাওয়ালাকে মাড়ছিল
রিক্সাওয়ালাকে যখন মারতেছিল, ধাক্কা দিচ্ছিল অকথ্য ভাষায় বকাবকি করতে ছিল।
ভদ্রলোক শুধু বলছে যে এখন গাড়ি দিয়ে তুমি যে রিক্সাটাকে এত জোরে ধাক্কা দিলে ।
এটা যদি রিক্সাটা তোমার গাড়িকে দিতো এতক্ষণ তো ওরে জানেই মারতে..

তখন ড্রাইভার নিচে এসে বলে যে এটা আপনার সাথে তো কোন ঘটনা না আপনি চুপ থাকেন।
রিক্সাওয়ালার সাথে হইছে রিকশা আর আমি বুঝবো।

এরপর ভদ্রলোক বলছে এটা একটা মানবিকতার দিক ভাই আমি কেন চুপ থাকবো ।
তোমরা তো আমাকে কি অবস্হা করছো!

রিক্সায় তো আমি ছিলাম ন্যায় অন্যায় তো আমি দেখছি
এই কথা বলাতে এসে ড্রাইভার আর ওই ছেলেটা লোকটাকে এসে মারছে দুজন মিলে...
আর লোকটার চোখের চশমা ভেঙে পড়ে যাওয়ায় লোকটা আর কিছুই দেখতে পাচ্ছিল না,,,,,,উনার চোখে আঠারোটা সেলাই পড়েছে, ????????????????

না রিকশা ওয়ালার দোষ ছিল না লোকটার।

লিখেছেন প্রত্যক্ষদর্শী তানিয়া হক।

পরে অভিযুক্তকে জনতা শায়েস্তা করেছে এবং জরিমানা আদায় করে রিক্সাচালককে দেয়া হয়েছে।